হজ্জ ডায়েরি

একদল হুজ্জাজের আবেগময় সব স্মৃতিগুলো নিয়ে লেখা, হজ্জ ডায়েরি… বি ইজনিল্লাহ।
❝আপনি যদি বায়তুল্লাহ দেখে না থাকেন, তবে এই দুনিয়ার নয়ন শীতলকারী সৌন্দর্য দেখেন নাই। যখনই আমি মাসজিদুল হারাম বা মাসজিদ আন-নাব্বী এর লাইভ সম্প্রচার দেখি তখনই মনের জানালায় ভেসে আসে দারুন সব স্মৃতিগুলি।❞
যারা হজ্জ করেছেন তাদের মনকে করবে সতেজ আর আবেগময়…আর যারা যাননি তাদের মনে জাগবে হজ্জেযাওয়ার আকুলতা…ইন শা আল্লাহ!
প্রথম আযান – আল্লাহ তায়ালা ইবরাহিম (আঃ) কে নির্দেশ দিলেন আযান দেবার জন্য – হজ্জে আসার আহবান করতে।
কাবার পানে – দীর্ঘ ভ্রমনের পর যখন প্লেনের চাকা জেদ্দা এয়ারপোর্টে স্পর্শ করলো তখন লাব্বাইক ধ্বনির সাথে মনের অজান্তেই চোখে পানি চলে এসে গেল।