হাত ধরাধরি করে তাওয়াফ

মহিলারা তাদের স্বামীদের হাত ধরাধরি করে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ!
যুলহিজ্জাহ্ মাস পড়তেই মনের ভেতর একটা চাপা উত্তেজনা কাজ করছিল। দেশ থেকে এসেছি প্রায় মাস খানেক আগে। মদিনায় আসাও প্রায় সপ্তাহখানেক হয়ে গেল। মক্কায় ফিরে হজ্জের প্রস্তুতি নিতে হবে। রাস্তায় লম্বা জ্যামের কারণে মদিনা থেকে মক্কা আসতে অনেক রাত হয়ে গেল। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কাবার দিকে উমরাহ করার জন্য।
এক মাস আগের মাতাফ আর এই যুলহিজ্জাহ্ মাসের মাতাফ— আকাশ পাতাল পার্থক্য। মাতাফ এরিয়া, একতালা, দুইতলা সব তলায় লোকে পরিপূর্ণ! سبحان الله
মহিলারা তাদের স্বামীদের হাত ধরাধরি করে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ! অন্য কোনো ইবাদত স্বামী-স্ত্রী হাত ধরাধরি করে করা যায়?
মহিলা আর পুরুষ একসাথে সলাত আদায় করতে পারে না। পুরুষেরা সামনের সারি আর মহিলারা পেছনের সারিতে দাঁড়াবে। এমনটিই আল্লাহর বিধান।
শুধু এই একটিমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুযোগ রেখেছেন— স্বামী-স্ত্রী একসাথে হাত ধরাধরি করে ইবাদত করার। سبحان الله
একবার ভাবুন তো, আপনার হাত ধরে আপনার স্ত্রী একই সাথে তাওয়াফ করছেন, একসাথে সাঈ করছেন… আর দোআটাও আপনার পাশে দাঁড়িয়ে একসাথে করছেন।
এমন সুযোগ যদি আপনার জীবনে একদিন আসে, সেদিন আপনি আল্লাহর কাছে কী চাইবেন?