ইহরাম কাপড় (Ihram Cloth)
হজ্জ বা উমরাহ এর সময়ে ইহরাম অবস্থায় প্রবেশের আগে ২ টুকরা সেলাইবিহীন সাদা কাপড় পরা অত্যাবশক।
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া رحمه الله বলেছেনঃ
❝দুটি পরিচ্ছন্ন পোশাক পরে ইহরাম অবস্থায় প্রবেশ করা মোস্তাহাব এবং যদি সেগুলি সাদা হয় তবে তা আরও ভাল…❞
ইবনে কুদামাহ রাদিয়াল্লাহু আনহু رحمه الله বলেছেনঃ
❝ইহরামের কাপড় পরিষ্কার হওয়া বা নতুন বা নতুনভাবে ধুয়ে ফেলা মুস্তাহাব, যেমনটা জুমু’আ সলাতের জন্য পরিষ্কার কাপড় পড়া মুস্তাহাব।❞
আরো পড়ুনঃ ইহরামের কাপড় কেমন হওয়া উচিত?
পরামর্শঃ যদিও কাপড় ফ্যাক্টরি থেকে ভালোভাবে পরিষ্কার ও ইস্ত্রি হয়ে আসে, তারপরও মানসিক প্রশান্তির জন্য ব্যবহারে আগে ধুয়ে, শুকিয়ে ইস্ত্রি করে নেওয়াটাই উত্তম।
There are no reviews yet.