বস্তুবাদী সভ্যতায় সবকিছুরই মূল্যায়ন হয় তাঁর বাজার দরের উপর। যা কিছু অর্থ-বিনিময়ে বিকোয় না তার সেখানে কোনো মুল্য নেই। তাই বেচা-কেনার এ বাজারে তারা সব কিছুকেই তুলেছে, সব কিছু…। রুপ-লাবণ্য, জীবন-যৌবন সবই যেখানে পণ্য; বেচাও যায়, কেনাও যায়।
সব কিছুকে অর্থ-মুল্যে মুল্যায়নের এ অশুভ স্বভাব তাদের কোন নরকে নিয়ে গেছে সে প্রশ্নের উত্তর এখানে সরাসরি নেই। নানারকমের আত্মজিজ্ঞাসা আছে, বইমেলা আছে, ওজন বিড়ম্বনার কথা আছে, অনির্দিষ্টকালের জন্য আত্মার উন্নয়নের কথা আছে, ভালো শাশুড়িদের গল্প আছে। আছে আরও নানা কিছু।
বইটা পড়তে পড়তে এমন আরো নানা বিষয়ের বাস্তবতা উপলদ্ধি করা যাবে ইন শা আল্লাহ।