নকশাবিহীন জায়নামায (Plain Prayer Rug)
নামাযীর সামনে বা তার জায়নামাযে কোন প্রকার ছবি বা নকশা না থাকাই বাঞ্ছনীয়; কারণ ছবিগুলো বা নকশা গুলি তার মনোযোগ বিঘ্নিত করে।
আয়েশা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ ﷺ কারুকাজ বিশিষ্ট একটি কাপড়ে নামায পড়লেন এবং একবার কারুকাজের দিকে তাঁর দৃষ্টি গেল।
নামায শেষে তিনি বললেনঃ ❝আমার এ কাপড়টি আবু জাহমের কাছে নিয়ে যাও এবং আবু জাহমের আনবিজানী (শামের একটি স্থানে উৎপাদিত এমন মোটা কাপড় যাতে কোন নকশা বা কারুকাজ নাই) কাপড়টি নিয়ে আস। কারণ একটু আগে এ কাপড়টি আমার নামাযে মনোযোগ নষ্ট করতে যাচ্ছিল।❞
হিশাম বিন উরওয়া তাঁর পিতা থেকে তিনি আয়েশা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী ﷺ বলেছেনঃ ❝নামাযে কারুকাজগুলোর উপর আমার দৃষ্টি যাচ্ছিল। তাই আমার আশংকা হচ্ছিল এটি আমাকে ফিতনায় ফেলে দিবে।❞
[সূত্রঃ ইসলামকিউএ, ইমাম বুখারী (৩৭৩) ও ইমাম মুসলিম (৫৫৬)]
একারণে সলফে সালেহীনদের অনেকে নকশা করাকে অপছন্দ করতেন (মাকরুহ জানতেন)। তাই উত্তম হচ্ছে, এমন মোটা কাপড় যাতে কোন নকশা বা কারুকাজ নাই।