রুকিয়া তে কি আতর ব্যবহার করা হয়?

অনেকেই জানতে চান রুকিয়া করার জন্য কোন আতর ব্যবহার করা হয় কিনা? রুকিয়া একটি ইসলামিক নিরাময় যা কুরআন তেলাওয়াত করে সম্পন্ন করা হয়। এটি করার সুন্নাহ ভিত্তিক বিশেষ পদ্ধতি রয়েছে। যদি কেও রুকিয়া করতে চান, তাহলে রুকিয়া বিষয়ে অভিজ্ঞ শায়খ মূলত নিজে কুরআন থেকে আয়াত সমূহ তেলাওয়াত বা অথবা অন্য শায়খের তিলোয়াত শুনিয়ে থাকেন। অনেকেই আবার একই সাথে জলপাই তেল, মধু ব্যবহার করে থাকেন। এটা রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ দ্বারা প্রমাণিত।
এর বাইরেও আবার মানুষকে বিশেষ কিছু পরিধান (যেমনঃ তাবিয, সুতা, হাতের বালা ইত্যাদি) করতে বলা হয়, আবার কোথাও কিছু পোড়াতে বলা হয় বা একটি পশুকে কোরবানি করতে হয়। এই সমস্ত জিনিস শিরক এবং এ ধরনের কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে।
মূলঃ আই ও ইউ