আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান। আযানের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে পাবেন উচ্চমানের হজ্জ/উমরাহ সফরে প্রয়োজনীয় জিনিস, আরাবিয়ান আতর আর জুব্বা, ইসলামি বই এবং বিভিন্ন ধরনের গিফট আইটেম।
শুরুর গল্প
প্রথমবার যখন উমরাহ করতে গিয়েছিলাম তখন সফরের জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে বেশ বেগ পেতে হয়েছিল। কি কি জিনিস লাগবে সে সব বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকার দরুন ভোগান্তিটা আরো বেশি হয়েছিল। উমরাহ সফর সংক্ষিপ্ত থাকার দরুন জিনিসপত্র কম লাগে। কিন্তু হজ্জের সফর কমপক্ষে ৪০-৫০ দিনের হয়ে থাকে। হজ্জের হুকুম / আহকাম অনেক বেশি বিঁধায় একজায়গায় থেকে আরেক জায়গায় অনেক বেশি চলাফেরা করতে হয়। এই জন্য এই ধরনের লম্বা সফরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস লাগে। হজ্জের সফরের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে বেশ কষ্ট হয়েছিল। একেক জিনিস একেক জায়গায় কিনতে গিয়ে সময় ও প্রয়াস দুটোই বেশী লেগেছিল।
মক্কা / মদিনায় গিয়ে বিভিন্ন দেশের হাজিদের যখন দেখি ওদের ব্যবহৃত পণ্যের মান ও ডিজাইন বেশ চমৎকার; আর সেখানে আমাদের দেশের হাজিরা যেসব জিনিস ব্যবহার করে সেগুলির মান গড়পড়তা ধরনের। আর পণ্য যে কারনে ব্যবহার করছে সেটা থেকে কাঙ্ক্ষিত সুবিধা মিলে না।
সফরকালীন সময়ের জিনিস গুলোর কিছু মৌলিক বৈশিষ্ট থাকতে হয় যেমনঃ হালকা কিন্তু মজবুত, একই জিনিস যেন বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায় এবং একবার ব্যবহার করে যেন ফেলে দেওয়া যায় তাতে ক্রমশঃ লাগেজ হাল্কা হতে থাকে।
এই সব বিষয় গুলি মাথায় রেখেই আমাদের পণ্যগুলি নির্বাচন করা হয়েছে। আপনাদের ভালো লাগা আর কাজে লাগা দুইটাই একসাথে পাবেন ইন শা আল্লাহ।
আর হ্যাঁ, হজ্জ / উমরাহ করেন আর নাই করেন, আমাদের পণ্য তালিকায় খুঁজে পাবেন বাহারি রকমের আরাবিয়ান আতর, জুব্বা সহ বিভিন্ন ধরনের গিফট আইটেম যেগুলি ইসলামি চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
উদ্যোক্তার কথা
পেশাগতভাবে আই টি বিষয়ে কন্স্যাল্টেন্সি করা ছাড়াও ভ্রমনের প্রতি আমার আগ্রহ অনেক আগের। তাই সব সময় ভ্রমন বিষয়ক বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত ছিলাম। তবে বেশ কয়েক বছর ধরেই মুসলিম সফরকারীদের বিশেষ করে যারা উমরাহ বা হজ্জে যান তাদের সফরের আগে ও সময়ে কিভাবে সাহায্য করা যেতে পারে এবং একই সাথে হারিয়ে যেতে বসা কিছু সুন্নাহ মুসলিমদের মধ্যে চালু করার জন্য একটা উদ্যোগের পরিকল্পনা মাথায় আসে। আর সেই পরিকল্পনার ফসল হচ্ছে আযান – মুসলিম শপার্সদের জন্য একটি অনলাইন পরিষেবার মাধ্যম।সফরের আগে ব্যস্ততার মধ্যে জিনিস কেনার জন্য সময় নষ্ট না করে হজ্জ / উমরাহর আধ্যাত্মিক বিষয়ে প্রস্তুতি নেওয়ার কাজে মনোনিবেশ করার সুযোগ করে দেওয়ায় হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের পরিষেবা যদি দুনিয়ার বুকের পবিত্রতম স্থান মক্কা ও মদীনাতে সফরের অভিজ্ঞতাটাকে আপনার সেরা একটা অভিজ্ঞতায় পরিনত করতে কোনভাবে সহায়তা করে তবেই আমাদের উদ্যোগ সফল হবে।
য়া আল্লাহ, আমাদের কাজের বারাকাহ বাড়িয়ে দিন, মুসলিমদের জন্য এটাকে উপকারী বানিয়ে দিন। আমীন।
